১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৩ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টা’র দিকে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ ও ঔষধ প্রশাসন মুন্সিগঞ্জের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিতে জেলা প্রশাসন, মুন্সিগঞ্জ, ঔষধ প্রশাসন মুন্সিগঞ্জ, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা প্র্রশাসননের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ঔষধ প্রশাসন মুন্সিগঞ্জের সহকাররি পরিচালক রাজিবুল হাবিব। তিনি এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর কারণ এবং এটি প্রতিরোধে ঔষধ অধিদপ্তরে গৃহীত পদক্ষেপের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন। সভায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আব্দুল কাদির মিয়া, ডা: মো. কামরুল হাসান, ডা: মো. জসিম উদ্দিন প্রমুখ।

error: দুঃখিত!