মুন্সিগঞ্জ, ৫ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বিল থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাহেরপাড়া গ্রামের দেউলবাড়ি বিল থেকে ওই মরদেহটি উদ্ধার হয়।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাহেরপাড়া গ্রামের দেউলবাড়ি বিলে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নাম-পরিচয়বিহীন আনুমানিক ১৭-১৮ বছর বয়সী কিশোরের লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, দুর্বৃত্তরা কিশোরকে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়া শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।