মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় লৌহজং উপজেলার খিদিরপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর হাত কেটে দিয়েছে এক বখাটে।
সে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের জৈনসার পশ্চিমপাড়া গ্রামের আমির হোসেন শেখের মেয়ে।
গত ৩১ অক্টোবর বিকাল অনুমান ৪ টার দিকে উপজেলার খিদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লৌহজং থানায় স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলি গ্রামের আজিজ মৃধার ছেলে সংগ্রাম (২৭), শাহ আলম মৃধার ছেলে সম্রাট মৃধা (২৫), কুদ্দুছের ছেলে আফছার (২৮) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্ত সম্রাট মৃধার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমিতো তখন বাড়িতে ঘুমাচ্ছিলাম। আমি এর কিছুই জানিনা।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।