১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিয়ের একদিন আগে তাল গাছ থেকে পড়ে প্রাণ গেছে যুবকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিয়ের একদিন আগে তাল গাছ থেকে পড়ে মোহাম্মদ সিফাত (২২) নামে এক যুবকের প্রাণ গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুরোহিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই এলাকায় তার মা ও ভাইয়ের সাথে জনৈক সূর্য মিয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলঘর এলাকার জরিপ মোল্লা ও মজিবুর রহমানের দুই ব্যক্তি তাল পাড়ার জন্য সিফাতকে ওই এলাকার রতন চৌধুরীর বাড়িতে নিয়ে যায়। গাছে উঠে তাল পাড়ার সময় আকস্মিক নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, তাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!