৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:০২
মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল ও মদ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজীকান্দি এলাকায় চেক পোষ্ট বসায় পুলিশ। এসময় সন্দেহভাজন গাড়ী ও লোকজন তল্লাশি করার একপর্যায়ে রাস্তার উপর হতে মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো: গ- ২৮-৩৭৬১) কে ধাওয়া করলে গাড়ির ড্রাইভার গাড়িটি রাস্তার উপর রেখে পালিয়ে যায়।

পরে গাড়িতে তল্লাশি ৭০ কেজি গাঁজা, ২৭৩ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ঘটনার বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!