মুন্সিগঞ্জ ১৯ মে, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে খালার বাড়ী বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. পারভেজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
গত রোববার (১৬ মে) রাত ৮ টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার দরিগাও গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, নিহত পারভেজ খালাবাড়ী বেড়াতে আসলে রবিবার সন্ধ্যার দিকে বিল্ডিং এর ছাদে উঠে ছাদের উপর বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজানগর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।