৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পর্শে অটোচালকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিদ্যুৎস্পর্শে শাহিন বেপারী (২৫) নামক এক অটোচালকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৭ জুন) সকালে উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত থেকে অটোরিকশাটি স্থানীয় গ্যারেজে চার্জ দেওয়া অবস্থায় ছিলো। পরে সকাল ১০টার দিকে শাহিন অটোরিকশার চার্জার খোলার সময় তাকে বিদ্যুৎস্পর্শ করে। তবে তখন কেউ সে গ্যারেজে ছিলো না। কিছুক্ষণ বিদ্যুৎস্পর্শে পড়ে থাকার পরে আরেক অটোচালক দেখলে তার স্বজনদের খবর দেয়। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় শাহিন।

স্বজনরা আরও জানান, প্রতিদিনের মতো অটোচালানোর জন্য সকালে বাসা থেকে বের হন শাহিন। পরে সকাল সাড়ে ১০টার সময় অটোর গ্যারেজ থেকে খবর আসে শাহিনকে বিদ্যুৎস্পর্শ করেছে। পরে আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

মৃত শাহিন বেপারী উপজেলার হাটভোগদিয়া গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে। শাহিন গত ২ বছর আগে বিবাহ করে। এবং ৫ মাসের একটি ছেলে সন্তানও রয়েছে।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

error: দুঃখিত!