মুন্সিগঞ্জ, ৫ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে শ্রীনগর থানা পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে শ্রীনগর উপজেলার বাইপাস এলাকা থেকে এ দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাঘড়া এলাকাল মৃত হাসেম হাওলাদারের পুত্র রাসেল হাওলাদার (২৯) ও একই এলাকার হযরত শেখের পুত্র সুজন শেখ (২৮)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত রাসেলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১৩ টি মামলা রয়েছে ও সুজন শেখের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।