মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বিদেশগামীদের দক্ষতা বৃদ্ধি, আইনি সহযোগিতা ও স্থানীয় সুযোগ-সুবিধা বিষয়ক মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ।
আজ বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিতে সর্বস্থরের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
ওকাপের প্রকল্প কর্মকর্তা সাবিরা ফেরদৌসীর সঞ্চালনা ও ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রংয়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাজ্জাকউল্লাহ পাটোয়ারি, চরকেওয়ার ইউপি সচিব আতিকুল ইসলাম, আধারা ইউপি সদস্য কবির হোসেন, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল মো. নাসির প্রমুখ।