১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিজয় দিবস ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বিজয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট প্রীতি ম্যাচ।

বুধবার সকালে মজিবুর গ্রুপ লিমিটেডের আয়োজনে লাল দলের অধিনায়ক হিরা সরদার ও সবুজ দলের অধিনায়ক নিরব দত্তের নেতৃত্বে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সম্প্রীতির লড়াইয়ে লাল দল ৬ রানের ব্যবধানে পরাজিত করেছে সবুজ দলকে।

টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে লাল দল। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে আটকে যায় সবুজ দল।

৫২ রানের অপরাজিত এক অসাধারণ ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ নির্ধারিত হয়েছেন লাল দলের সজিব হোসেন।

এর আগে এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন ছাত্রলীগ নেতা অনিক হালদার।

এসময় উপস্থিত ছিলেন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা, অর্থ সম্পাদক আব্দুর কাদির, সাংগঠনিক সম্পাদক জুবায়ের শিকদার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

error: দুঃখিত!