দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জিয়ার মুক্তির দাবীতে মুন্সিগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলেও পুলিশের লাঠিচার্জে তা পন্ড হয়ে যায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির সভাপতি, দূর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আব্দুল হাই এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামলে পুলিশ লাঠিচার্জ করে মিছিল পন্ড করে দেয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি জসিম দৌড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের হাত রক্ষা পায়নি।