৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:১১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিএনপি নেতার কারখানা থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুরে নৌপুলিশের অভিযানে জেলা বিএনপির শীর্ষ নেতা মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন তন্ময় ফিশিং নেট কারখানা থেকে ৩ কোটি ১১ লাখ মিটার কারেন্টজাল ও নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে নৌ পুলিশ। তবে অভিযুক্ত কারখানা মালিককে আটক করতে পারেনি তারা।

আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মুক্তারপুরের গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ আব্দুস সোবহান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, অভিযানে ১ হাজার ৭০ কেজি কারেন্ট জাল ও ১৯ টি নিষিদ্ধ চায়না চাই জাল উদ্ধার করা হয়। এবিষয়ে কারখানা মালিক বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, সদর উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরেই অবৈধ কারেন্ট জাল ব্যবসার সাথে জড়িত। এর আগেও একাধিকবার তার মালিকানাধীন তন্ময় ফিশিং নেট থেকে কারেন্ট জাল উদ্ধার করে নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থা।

error: দুঃখিত!