১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী তে চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি তে চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সেখানে মুহুর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহরের সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।

এতে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ব্যাঘাত ঘটে।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এসময় চেয়ারে বসাকে কেন্দ্র করে জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি আতোয়ার হোসেন বাবুল নেতাকর্মিদের সাথে দূর্ব্যবহার ও গালি গালাজ করে।

এসময় শহর বিএনপির যুগ্ন- সম্পাদক মোঃ তপন মিয়া তার প্রতিবাদ করলে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হইয়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এব্যাপারে শহর বিএনপির যুগ্ন- সম্পাদক মোঃ তপন মিয়া জানান, সভা শুরু হওয়ার পরপরই বাবুল সাহেব এসে স্টেজের চেয়ারে বসাকে কেন্দ্র করে নেতাকর্মিদের গালিগালাজ করে এসময় আমি প্রতিবাদ করলে আমার উপর চড়াও হয়ে আমাকে কিল গুশি মারতে থাকে। পরে দলীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল হাই।

এতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সুলতান আহম্মেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল আজিম স্বপন, শহর বিএনপির সহ- সভাপতি মোঃ শাহিন মিয়াসহ আরো অনেকে।

এসময় দুর্নীতির মামলায় জ্বেলে আটক দলটির সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

error: দুঃখিত!