১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৪২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া-খাবার বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আজ ৩০ মে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী।

দিনটি উপলক্ষে মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ।

এর আগে সকাল সাড়ে ৯ টা থেকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন, মিরকাদিম পৌরসভার গোয়ালঘুর্ন্নী, মুরমা, সিপাহীপাড়া, তিনসিড়িঁ, মুক্তারপুর এলাকায় পৃথক পৃথক স্হানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা- উপজেলা, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

error: দুঃখিত!