২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৪:৫৪
মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ প্রকাশ্যে, নিজেরাই দিলেন ‘নতুন’ কমিটি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা বিএনপিতে অস্থিরতা চলছে, এতে ৪ বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি তারা। দীর্ঘদিন ধরেই কোন্দল আর অভ্যন্তরীণ রাজনীতিতে কুপোকাত বিএনপি। এর মধ্যেই কেন্দ্র থেকে ঘোষিত আহবায়ক কমিটি প্রত্যাখান করে নিজেরাই নতুন কমিটি ঘোষণা নিয়ে নিজেদের রাজনৈতিক দ্বন্দ প্রকাশ্যে আনলেন বিএনপি’র নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে ‘৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্রদল ও জেলা বিএনপিসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা’ ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপির একটি অংশ।

সেখানে তারা মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান কেরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাসুমকে আহবায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি তারিক কাশেম খাঁন মুকুলকে যুগ্ম-আহবায়ক করে ২৬ সদস্য বিশিষ্ট ‘নতুন কমিটি’ ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা বলেন, নবগঠিত আহবায়ক কমিটির নেতাকর্মীদের অযোগ্যতা, স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণেই আজ মুন্সিগঞ্জে বিএনপির করুণ অবস্থা। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির কাছে নবগঠিত ৫৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি বাতিলের দাবি তাদের।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাবেক যুবদলের সভাপতি ও ভিপি তারিক কাশেম খাঁন মুকুল, এজিএস কাজী আবু আবু সুফিয়ান বিপ্লব, সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া নতুন কমিটির সদস্য সচিব বাবুল সরকার, সাইদুর রহমান, বদরুজ্জামান শ্যামল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।