মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে সেবা পরিবহন বাসের মো. মামুনের (৪২) বিরুদ্ধে। বুধবার (১৭ জুলাই) উপজেলা বাঘড়া এলাকার মধ্য বাঘড়া গ্রামে তালুকদারের পুকুর পাড় সংলগ্ন পেঁপে বাগানে এই ঘটনা ঘটে।
ধর্ষণের স্বীকার কিশোরী ওই গ্রামের বাবু মোড়লের বাড়িতে কাজ করতো। তবে অভিযোগ উঠে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ওই কিশোরী তালুকদারের পুকুর পাড়ে গেলে একই গ্রামের সেবা পরিবহনের মালিক মো. মামুন ওরফে হাতকাটা মামুন ওই কিশোরীর মুখ চেপে ধরে পেঁপে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মামুন পালিয়ে যায়।
অভিযোগ উঠে, বিষয়টি জানাজানি হলে এনায়েত তালুকদার ও বাবু মোড়ল কিশোরীর পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ধর্ষক মামুনের মালিকাধীন সেবা পরিবহনের একটি বাস ঢাকা-শ্রীনগর-দোহার সড়কে চলাচল করে। সে দুই সন্তানের বাবা।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।