মুন্সিগঞ্জ, ১৭ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কায় দুই যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আরও অন্তত ৭ জন আহত হন।
শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের কেয়টখালি এলাকায় ঢাকা মুখী লেনে এই দূর্ঘটনা ঘটে।
প্রাথমিক অবস্থায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মাহফুজ রিবেন জানান, সকালে পদ্মাসেতু হযে ঢাকার অভিমুখে যাচ্ছিলো ভোলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। পথিমধ্যে বেলা ৭টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালি পৌছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় দ্রুতগতির বাসটি সড়কে ব্যারিকেড ও আইল্যান্ডে সজোরে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি আরও জানান, মুমূর্ষু অবস্থায় বাসে থাকা ৩ যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে ২জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।