৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১২:০০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বাসে উঠে ৪ দিন ধরে নিখোঁজ যুবক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ মে ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কাজ শেষে বাসে উঠে বাড়ি ফেরার কথা থাকলেও ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। এ ঘটনায় পাশ্ববর্তী দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজের মা আছমা বেগম।

ডায়েরি সূত্রে জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর এলাকার শেখ সাহিনের পুত্র নিখোঁজ নাইম শেখ (২২) শারিরীক ও মানসিকভাবে অসুস্থ। সে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় আর্মি ক্যাম্পের পাশে তার চাচার ওয়ার্কশপে কাজ করতো। ৩০ এপ্রিল রাত ৯ টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে বাসে উঠে নিখোঁজ নাইম। কিন্তু এরপর সে আর বাসায় ফিরেনি। অন্য কোথাও তার কোন খোঁজখবর পাওয়া যায়নি।

ডায়েরিতে উল্লেখ করা হয়- নিখোঁজ নাইম শেখ লম্বায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার ও তার পড়নে ছিলো প্যান্ট ও গেঞ্জি।

ছেলেটিকে কেউ পথে-ঘাটে দেখে থাকলে পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ করেছেন মা আছমাে বেগম। (০১৭৪৭২৭৫০১৮)।

error: দুঃখিত!