১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:৩০
মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গত শনিবার (২০ নভেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেদওয়ান শাহীন (১৩) ভাটেরচর দে. এ মান্নার পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে আনারপুরা গ্রামের মো. ইব্রাহীম প্রধানের ছেলে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বাবুল জানান, স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী রয়েল কোচের একটি যাত্রীবাহী বাস শাহীনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। তবে বাসচালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

error: দুঃখিত!