১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:০৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শিল্পপতি রউফ চৌধুরী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)

র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়েছে।

গতকাল শনিবার বাদ এশা উপজেলার মালখানগরে রউফ চৌধুরীর প্রতিষ্ঠিত ‘মা আমিরান’ হাসপাতাল মাঠে তার জানাজা হয়। পরে কাজীরবাগ পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়। রউফ চৌধুরীর জানাজায় হাজারো মানুষ অংশ নেন।

দুপুর সাড়ে ১২টায় গুলশানের বাসায় রউফ চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে রোমো রউফ চৌধুরী ও দুই মেয়ে রোমানা রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরীকে রেখে গেছেন।

বাদ আসর গুলশানে আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় তার মরদেহ মালখানগরের কাজীরবাগের গ্রামের বাড়িতে নিয়ে এলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তিনি মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর ছোট ভাই।

রউফ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৩৭ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা রউফ চৌধুরী যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অব বিজনসের স্নাতক। ১৯৭৯ সালে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন তিনি।

দুটি মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘ ১৫ বছর কাজ করেন যমুনা অয়েল কম্পানিতে।

পরে র‌্যাংগস গ্রুপ, র‌্যানকন গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের অধীনে ৫২টি কোম্পানি গড়ে ওঠে রউফ চৌধুরীর নেতৃত্বে।

অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, টেলিকম, ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ব্যাংক ও বীমাসহ বিভিন্ন খাতে ছড়িয়ে আছে এসব কোম্পানির ব্যবসা।

তিনি ব্যাংক এশিয়ার উদ্যোক্তাদের মধ্যে একজন। এক সময় ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

রউফ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

error: দুঃখিত!