মুন্সিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাবাকে দেখে মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় প্রাণ গেছে শিশু নুসরাত জাহানের (৫)।
আজ সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ সড়কের ভবেরচর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুসরাত উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মো. হাসান মিয়ার মেয়ে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, উপজেলা পরিষদ সড়কের ভবেরচর এলাকায় রাস্তার এক পাশ দিয়ে মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছিলো শিশুটি। একই সময় সড়কের বিপরীত পাশ দিয়ে শিশুটির বাবা হেঁটে যাচ্ছিলেন। তখন শিশুটি তার বাবাকে দেখে মায়ের হাত ছেড়ে দৌড় দিলে দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই মারা যায় শিশু নুসরাত।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।