মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোরদৌড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ভোড় সারে ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
এর আগে রোববার গভীর রাতে আগুনের সুত্রপাত ঘটে। আগুনের উৎস সম্পর্কে এখনো যানা যায়নি।
ভয়াবহ অগ্নিকান্ডে ওই বাজারের টিন কাঠ দিয়ে নির্মিত ১৬টি দোকান ঘর দোকানের মধ্যে রক্ষিত মুদি, কাচামাল, হার্ডওয়ার, কসমেটিক, মুরগীসহ পুরে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, এতে তাদের ৬০ থেকে ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।.
ক্ষতিগ্রস্ত দোকান মালিক শামীম ও কালাম মোল্লা জানান, রাত আড়াইটার দিকে বাজারের মধ্যে আগুন লেগেছে বলে আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত পৌনে ৩ টার দিকে খবর পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫ টায় আগুন নিয়ন্ত্রনে আনি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ৬০-৭০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে আমাদের জানিয়েছে। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো কিছু যানা যায়নি।