১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বহুতল ভবনে রঙ করার সময় রশি ছিঁড়ে দুই শ্রমিক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় বহুতল ভবনে রঙের কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে ছিটকে পড়ে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় ওষুধ শিল্প পার্কের একটি ভবন রঙ করার সময় রশি ছিঁড়ে ২ শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন, মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

পুলিশ জানায়, ওষুধ শিল্প পার্কের ভেতরে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টের পাঁচ তলা ভবনের চতুর্থ তলায় রঙের কাজ করছিলেন ৩ শ্রমিক। তাদের মধ্যে ২ জন রশিতে ঝুলে দেয়াল রঙ করছিলেন। এসময় রশি ছিঁড়ে ২ শ্রমিক নিচে পড়ে যান। উদ্ধার করে তাদের দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!