২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বহিরাগতদের ছুরিকাঘাতে ২ স্কুল ছাত্র আহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্কুলে ক্লাস চলাকালীন সময়ে স্কুল মাঠে বহিরাগতদের ছুরিকাঘাতে ২ স্কুল ছাত্র আহত হয়েছে। আহত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১টা’র দিকে উপজেলার ভাগ্যকুল স্কুল এন্ড কলেজের সামনে স্কুল মাঠে এই ঘটনা ঘটে। এসময় স্কুলটিতে দ্বিবা শাখার ক্লাস চলছিলো। ঘটনার সময় আহত ছাত্ররা ক্লাস ছেড়ে বাইরে বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে স্কুল মাঠে ভাগ্যকুল মান্দ্রা এলাকার কয়েকজন বহিরাগতের সাথে দশম শ্রেণীর ছাত্র জাহিদুল ইসলাম আশিক, আপন ও ফাহিমের সাথে মেয়ে সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। পরে বহিরাগতরা ছুরিকাঘাত করলে জাহিদুল ইসলাম আশিকের (১৬) বুকে ও আপনের (১৬) ঘাড়ে ও গলায় গুরুতর জখম হয়। জাহিদুল ও আপনের বাড়ি উপজেলার কামারগাঁও এলাকায়। এই ঘটনায় জাহিদুলের বাবা দ্বীন ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাহসিন বলেন, দুপুরে ছুরিকাঘাতে আহত অবস্থায় দুইজনকে আনা হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভাগ্যকুল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, মেয়ে সংক্রান্ত বিষয়ে বহিরাগতদের সাথে স্কুলের কয়েকজন ছাত্রের মধ্যে বাকবিতন্ডা হলে তাদের মধ্যে দুইজনকে ছুরিকাঘাত করে বহিরাগতরা। কি কারনে তারা ছাত্রদের উপর হামলা করলো পুলিশের তদন্ত শেষে বলা যাবে।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!