২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ড, অক্ষত কোরআন শরীফ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে গেছে। এতে ঘড়ে থাকা মালামাল পুড়ে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ভুক্তভোগী পরিবারের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকাল ১১ টা’র দিকে মানিকপুর এলাকায় আবুল বাশারের বসতবাড়িতে এই ঘটনা ঘটে। আগুন আশপাশের ঘড়বাড়িতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ঘড়টিতে মিশুক চালক মনির হোসেন তার স্ত্রী বর্ণা বেগমকে নিয়ে ভাড়ায় থাকতেন। ঘটনার সময় বর্ণা বেগম ঘড়ের বাইরে মাটির চুলায় রান্না করছিলেন।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘড়ে থাকা টিভি-ফ্রিজ, খাট-আলমারি, জামা-কাপড় পুড়ে ছাই হয়ে যায়। তবে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় একটি কোরআন শরীফ।

স্থানীয়রা অক্ষত অবস্থায় কোরআন শরীফটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে রাখেন। ছবি: আমার বিক্রমপুর।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী বর্ণা বেগম দাবি করেন, ঘটনার সময় আমি বাইরে মাটির চুলায় রান্না করছিলাম। কিছু বুঝে উঠার আগেই দাউদাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে ২০মিনিটের প্রচেষ্টায় আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এসময় সরু রাস্তার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। আমাদের ধারণা, রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

error: দুঃখিত!