১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বসতঘরে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ এপ্রিল, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ নিজ বসতঘর থেকে ঝর্ণা বেগম (৪৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১ দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ঝর্ণা নাহাপাড়া এলাকার মৃত মো. মহসিনের স্ত্রী ও একই এলাকার জয়নাল কাজীর মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার পর থেকে ঝর্ণা দীর্ঘদিন ধরে তার বাবার বাড়ি এলাকায় বাড়ি করে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী লোকজন ঘরের ভিতর গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, এটি হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদ্ঘাটন ও আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতে কেউ থাকলে তা খুঁজে বের করা হবে।

error: দুঃখিত!