১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৪:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বসতঘরে ঢুকে গেল ১০ ফুট লম্বা অজগর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বসতঘরের ভেতর থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুরাপাড়া গ্রামের হুমায়ুন কবির সরদারের টিন-কাঠের বাড়ি থেকে ওই অজগরটি উদ্ধার করা হয়।

জানা যায়, ১০ ফুট লম্বা অজগরটি ঘরের কাঠের শোকেসের ওপরে উঠে যায়। শব্দ পেয়ে ঘরে ঘুমন্ত রুনু বেগম বড় ওই সাপ দেখে চিৎকার শুরু করেন। পরে পাশের ঘর থেকে তার ভাই হুমায়ুন কবির সরদার সাপটি একটি চটের বস্তায় ভরেন। অজগর ধরার খবরে গভীর রাতেই লোকজন সেখানে ভিড় করেন।

বাড়ির মালিক হুমায়ুন কবির সরদার জানান, সাপটিকে পুরোপুরি অক্ষত অবস্থায় বস্তাবন্দি রাখা হয়েছে। তার বিশ্বাস ওই অজগর চিড়িয়াখানায় স্থান পাবে। তবে এ এলাকায় প্রথমবারের মত অজগরের সন্ধান নিয়েও রয়েছে নানা কৌতূহল।

তিনি বলেন, এর আগে কখনো এই এলাকায় অজগর কারও চোখে পরেনি। এই এলাকায় তেমন কোনো বন-জঙ্গলও নেই। বাড়ির পাশেই কচুরিপানাভর্তি একটি পুকুর আছে।

এ দিকে আরও অজগর আছে কিনা খোঁজ খবর নেয়া প্রয়োজন আছে বলে মনে করেন হুমায়ুন কবির।

error: দুঃখিত!