১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৬:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় যুবকের প্রাণহানি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়ার মোল্লাপাড়ায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার হঠাৎ টিনশেট ঘরে আগুন লাগে। এ সময় মোহাম্মদ কাউসার (২৩) তার ঘরে ঘুমিয়ে ছিলেন।

আগুন দেখে বাড়ির লোকজনের চিৎকারে করে তাকে ডাকলেও সে ঘর থেকে বের হতে পারেনি। রাত সাড়ে ৩টায় শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে। এরপর ঘরের ভেতর থেকে মৃত কাউসারের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক মো. মাহফুজ রিবেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি আরও নিশ্চিত হতে পর্যবেক্ষণ চলছে। শ্রীনগরের চাইনিজ রেস্তোরাঁর স্টাফ নিহত কাউসার মো. নজরুল ইসলামের ছেলে। তার মা মারার যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে ফরিদপুর থাকেন। তাই কাওসার একাই ঘরটিতে থাকতেন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!