১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১৩
মুন্সিগঞ্জে বন্ধুর হাতে প্রাণ গেল স্কুলছাত্র সোহানের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে সোমবার দিনগত রাতে মো. সিফাত মিয়া (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বন্ধুর হাতেই খুন হয়েছে সে। রাত সাড়ে ৭ টার দিকে মিরকাদিম পৌরসভার তিলারদিচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে ওই পৌরসভার রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

একই এলাকার বন্ধু মো. সোহান (১৬) স্কুল ছাত্রকে গলাটিপে হত্যা করেছে বলে দাবী করেছে নিহতের পরিবার। বন্ধু সোহান তিলারদিচর এলাকার মো. সোহেলের ছেলে। সে স্থানীয় একটি ফার্ণিচারের দোকানে কাজ করে।

নিহতের বোন সুমাইয়া আক্তার অভিযোগ করে জানান, ইফতারের পর দুই বন্ধু সিফাত ও সোহান একসঙ্গে ঘোরাঘুরি করছিলো বাড়ির বাইরে। রাতে তিলারদিচর জামে মসজিদ সংলগ্ন বাশের সাঁকোতে উঠে দুইজন। এ সময় সিফাত ধাক্কা দেয় বন্ধু সোহানকে। এতে ক্ষিপ্ত হয়ে সোহান গলাটিপে ধরে সিফাতের। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন সিফাত।

খবর পেয়ে মামাতো ভাই সাঈদসহ স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এমএ কালাম প্রধান বলেন, রাত সোয়া ৮ টার দিকে সিফাত নামের ওই কিশোরকে আনা হয়। আনার আগেই সে মারা গিয়েছিলো। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সদর হাতিমাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস বলেন, দুই কিশোরের মধ্যে সামান্য ঘটনা নিয়ে এ মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!