১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্রীর প্রাণহানি, মরদেহ রেখেই পালিয়েছে সাথে থাকা ব্যক্তি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় ছিটকে মোটরসাইকেলের পেছনে থাকা কলেজ ছাত্রী স্বর্ণা আক্তারের (১৭) মৃত্য হয়েছে। এসময় মরদেহ রেখেই পালিয়ে গেছে মোটরসাইকেল চালক। ধরা যায়নি ঘাতক ট্রাকটিও।

আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে বলে জানা গেছে। সে দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজ ছাত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দূর্ঘটনার পরে স্বর্ণাকে বহন করা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় চালক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে। মোটরসাইকেল চালক ও ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!