১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:২৪
মুন্সিগঞ্জে বনের মধ্যে ঝুলন্ত পচা লাশ!
খবরটি শেয়ার করুন:

সুমিত সরকার সুমনঃ মুন্সিগঞ্জ শহরের পাচঘড়িয়াকান্দি এলাকায় হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুরোনো বাড়িতে লাশটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৯টার দিকে পাচঘড়িয়াকান্দি মসজিদের খাল পেড়িয়ে পূর্বপাশে একটি বালুর মাঠে গিয়ে স্থানীয় এক ব্যক্তি লাশটি দেখতে পায়।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের চরমশুরা গ্রামের ছেলে। সে শহরের পাচঘড়িয়াকান্দি এলাকার সিরাজ সরকারের মেয়ের জামাই।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মঞ্জুর মোর্শেদ জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা পাচঘড়িয়াকান্দি এলাকা থেকে একটি লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য আমারা লাশটি পাঠিয়েছি। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে লাশটি কয়েকদিন আগেই এখানে কেউ ফেলে গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে বলা যাবে।

error: দুঃখিত!