মুন্সিগঞ্জ, ১ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বণার্ঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের মাঠপাড়া এলাকায় জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রধান কার্যালয় এসে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জানে আলম হাওলাদার।
আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, সদস্য মো. রফিকউল্লাহ সেলিম, এমদাদুল হক পলাশ, আবুল হোসেন দেওয়ান, মোকলেছুর রহমান, মো. গোলাম কাদির, কাকলি আক্তার কাকন, ফারুক আহমেদ, আব্দুল হাকিম হাওলাদার, শেখ মোজাহিদুল ইসলাম সেলিম, রুহুল আমিন, শাহাদাৎ হোসেন, বাদল খান, সোহেল চোকদার, আব্দুল জলিল পাঠান প্রমূখ।
অপরদিকে শহরের দর্পনা সিনেমা হল সলগ্ন পৌর মার্কেটে জাতীয় পার্টির অপর একটি অংশ জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আসাদ্দুজ্জামান বাবুল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি নেতা আব্দুল বাতেন, আরিফুজ্জামান দিদার, মো. হাবিবুর রহমান, মো. মোনায়েম হোসেন ভূইয়া, আজিজুল হক, হাসিনা বেগম প্রমূখ।