৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:০৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে রাসেল দেওয়ান (৩৫) নামে ছোট ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা’র দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বড় ভাই আব্বাস দেওয়ানের সঙ্গে রাসেল দেওয়ানের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাত ১০টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্বাস দেওয়ান লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা দ্রুত সিরাজদিখান ইছাপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান থানার ওসি মিজানুল হক জানান, ঘটনাস্থল থেকে আব্বাস দেওয়ানকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!