মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের বাগেশ্বরে বজ্রপাতের সময় স্ট্রোকে মনির সৈয়াল (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামের কাদির সৈয়ালের ছেলে বলে জানা গেছে।
পরিবারের দাবি, নিহত মনির সৈয়াল দুপুরে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। পরে আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি জমিতে পড়ে যায়। তাকে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা: রুহুল আমিন জানান, বজ্রপাতে নিহত মনির সৈয়ালকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। তবে তার শরীরে বজ্রপাতে মৃত্যুর কোন উপাদান পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, বজ্রপাতের সময় বিকট শব্দে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।