মুন্সিগঞ্জে বজ্রপাতের আঘাতে গ্যাস লাইজারে অগ্নিকান্ড!
মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নে আচমকাই গ্যাস লাইজারের উপর বজ্রপাত ধাবিত হয়। বজ্রপাতটি বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার মুন্সিগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হোসেনের বাড়ির সীমানা প্রাচীর দেয়াল ঘেষে প্রায় একত্রিত কয়েকটি গ্যাস লাইজারে উপর বিকট শব্দে আঘাত হানে।
হঠাৎ বজ্রপাতের আঘাতে গ্যাস লাইজারে আগুন ধরে যায়। এমন পরিস্থিতে এলাকায় সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বজ্রপাতের খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নির্বাপণ করে।
গজারিয়া ফায়ার স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দূর্ঘটনাটি ঘটা মাত্রই আমাদের দুইটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে যায়। ইউনিটের ঐক্যান্তিক প্রচেষ্টায় আগুন নির্বাপণে সক্ষম হই। দুর্ঘটনায় কিছু মালামালের ক্ষতি হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। সম্পূর্ণ ঘটনা তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ভুক্তভোগী শামিম বলেন, বিকাল সাড়ে চারটা নাগাদ হঠাৎ তীব্র বৃষ্টিপাত শুরু হয়। ঠিক ঐ সময় বিকট শব্দ করে একটি বজ্রপাত আমাদের বাড়ীর গ্যাস লাইনের উপর আছরে পড়ে। তাৎক্ষণিক বিষয়টি আমি স্থানীয় ফায়ার সার্ভিস কে অবগত করি। স্থানীয় এলাকাবাসী আমাদের সাহায্যে এগিয়ে আসে। ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


