১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ ছাত্রলীগের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

আজ রোববার (৮ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকায় দুস্থ-পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হাসিব মো. রাফিউ, শহর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ শ্রাবণ হাওলাদার ও সদর উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সোহানের উদ্যোগে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির ৮ম দিনে এই পালিত হয়।

আয়োজকরা জানান, শোকাবহ আগস্ট উপলক্ষে মাসব্যাপী এই কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোর্শেদা লিপি, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক ‍উপ সম্পাদক আপন দাস, পঞ্চষার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান, মিরকাদিম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকান্দর হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাকসুদ হোসাইন, সহ সভাপতি আই এইচ শান্তনুর, জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শিপু হাওলাদার, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো: রাব্বি, সদর উপজেলা ছাত্রলীগ নেতা তাওহিদুল ইসলাম সিয়াম, মুন্সিগঞ্জ পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক তমাল ঘোষ প্রমুখ।

error: দুঃখিত!