মুন্সিগঞ্জ, ৮ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে দোয়া ও আলোচনা সভা কর্মসূচি পালন করেছে জেলা যুব মহিলা লীগ।
আজ রোববার (৮ আগস্ট) মুন্সিগঞ্জ জেলা শহরের থানা সংলগ্ন এলাকায় জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মাওলা তপন, জেলা জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস প্রমুখ, সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক জিয়াসমিন আক্তার প্রমুখ।