মুন্সিগঞ্জ, ১৮ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ।
গতকাল বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরের ভাস্কর্য অঙ্কুরিত ৭১ এর পাদদেশে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
সংগঠনটির সভাপতি সজল ঘোষের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম, নারী সদস্য মোর্শেদা বেগম লিপি, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক আপন দাস, যু্বলীগ নেতা আবু বক্কার সিদ্দিক মিথুন, সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন, সংগঠনটির সহ সভাপতি হৃদয় প্রমুখ।