১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৫৫
মুন্সিগঞ্জে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রবিবার পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

জেলা প্রশাসন আয়োজিত এ বইমেলায় ২২টি স্টলে রকমারি বই নিয়ে পসরা বসিয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহা. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।

error: দুঃখিত!