মুন্সীগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ঘরে বসে অনলাইনে অর্থ উর্পাজনের লক্ষ্যে ফ্রিল্যাসিং, আউটসোসিং, ওয়েবপেজ ডিজাইন সহ ডেভেলপম্যান্ট কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ।
গত সোমবার সকালে জেলা পরিষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে এ কোর্সের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ সাজ্জাদ,সহকারী প্রকৌশলী মোসলেম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আকরাম আলী হাওলাদার, প্রশাসকের সি এ টু শফিকুর রহমান, ট্রেইনার শরীফ আহম্মেদ প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় অর্ধ শত শিক্ষাথী এ কোর্সে অংশ নিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. মহিউদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভাল লাগছে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মকে কম্পিউটার শিক্ষায় পারদর্শী হতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানব সম্পদ গঠনে কাজ করে যাচ্ছে। মুন্সীগঞ্জ জেলা পরিষদে এতো সুন্দর কম্পিউটার ল্যাব যা অন্য কোন জেলায় রয়েছে কিনা আমার জানা নেই। তাই এ সুযোগকে কাজে লাগিয়ে সুন্দর সোনার বাংলা গঠনে বর্তমান প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
এদিকে এ কোর্সে ভর্তি অাবেদন প্রক্রিয়া নিয়ে অভিযোগ করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ দৃশ্যত মৌখিক পরিক্ষার মাধ্যমে ভর্তি নেয়া হলেও তাতে হাত অাছে জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তার।
এর মধ্যে যিনি সরাসরি অাবেদনকারীদের কাছ থেকে অাবেদন জমা নিয়েছেন সেই নজরলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অর্থ লেনদেন ও পূর্ব সম্পর্কের জেরে অনেককেই সুযোগ করে দিয়েছেন কোর্সে।