মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র কোরআন সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জয় মন্ডল (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক জয় মন্ডল উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষী বিলাস গ্রামের উত্তম মন্ডলের ছেলে। এ ঘটনায় রাতেই থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, আটক জয় মন্ডল ফেসবুকে পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সেটি বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষনিকভাবে জয় মন্ডলকে আটক ও মোবাইলটি জব্দ করে। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে এবং আসামীকে কোট হাজতে প্রেরন করা হয়েছে।