মুন্সিগঞ্জ ২৯ সেপ্টেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের কাটাখালি থেকে মাদক বহনের সময় ৩জনকে আটক করেছে ডিবি।
এর মধ্যে একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আফসার উদ্দিন ভুইয়া আফসুর ভাতিজা বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, চর কেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রামের শাহজাহান ভূইয়ার ছেলে সোহাগ হোসাইন (৩৩) কে ফেনসিডিল সহ আটক করা হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২:৪৫ এর দিকে তাদের আটক করা হয়।
এসময় আরও ২ জনকে আটক করে ডিবি।
এরা হচ্ছেন, মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকার চিন্হিত মাদক কারবারি মৃত মফিজউদ্দিন এর ছেলে নাজমুল ফাহাদ নিলয়।(যাকে এর আগে কুমিল্লা থেকে মাদক নিয়ে মুন্সিগঞ্জে আসার পথে আটক করেছিলো পুলিশ) এবং পাঁচ ঘড়িয়া কান্দি এলাকার শামসুদ্দিন বেপারির ছেলে রোমান কবির।
স্থানীয়রা অভিযোগ করেছেন, সোহাগ উপজেলা আওয়ামী লীগ সভাপতির ভাতিজা হওয়ায় স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।
সোহাগ মুন্সিগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
আরও পড়ুনঃ কুমিল্লা থেকে নিরাপদে মাদক ঢুকছে মুন্সিগঞ্জে
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের কাটাখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় আসামিরা পালিয়ে যাওয়ার ব্যার্থ চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।