৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:৩৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ফেনসিডিল-ইয়াবা সহ আটক ৩
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ফেনসিডিল, ইয়াবা ও একটি চোরাই মোটরসাইকেল সহ ৩ শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে সিরাজদিখান উপজেলার বালুরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, অভিযানে টংগিবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকার মৃত আবু বক্কর এর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আতাউর রহমান লিও, মোহাম্মদ আলী দপ্তরির পুত্র মোহাম্মদ মিলন (৩২) ও মধ্য পাইকপাড়া এলাকার মোঃ আক্তার হোসেন এর ছেলে মোহাম্মদ রাজু হসেন রাজিব (৩৪) এর কাছ থেকে ৩০বোতল ফেনসিডিল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, আসামীদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করার অবিযোগ রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকের মামলা আছে।

তিনি জানান, তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

error: দুঃখিত!