মুন্সিগঞ্জ, ২৯ মার্চ, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩০১ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ এর সদস্যরা।
র্যাবের দাবি, আটক ২ ব্যক্তি মাদক কারবারি এ কথা তারা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
র্যাব জানায়, তাদের কাছ থেকে যে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে তার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩ হাজার টাকা। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় সমসপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়। র্যাবের হাতে আটকরা হলেন, মোঃ শরিফুল ইসলাম শফি (৩৪) ও মোঃ রানা মোল্লা (৩০)।
র্যাব ১০ এর এ্যাডিশনাল ডিআইজি অধিনায়ক (পরিচালক) মাহ্ফুজুর রহমান জানান, গোপন খবরে অভিযান পরিচালনা করে ৩০১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব বলছে, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।