মুন্সিগঞ্জ, ১৯ জুলাই, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ৯ জন।
রোববার (১৯ জুলাই) সন্ধা ৬ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষে টেটা বিদ্ধ সহ আহত হয়েছে ৯ জন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা যায়, কংশপুরা গ্রামে ফুটবল খেলার ম্যাচ দীর্ঘদিন যাবত চলছিল এই খেলা নিয়ে কথা কাটাকাটি হলে তা গত ১৮ জুলাই রাতে এলাকার গন্যমান্য ব্যক্তি আপোষ মিমাংসা করে দেয়। এরই জেরে রোববার সন্ধ্যায় এই সংঘর্ষ সংঘটিত হয়।
আহতরা হলেন রকিব দেওয়ান (৩৫)সামসুল দেওয়ান, সোহান দেওয়ান (২৫) নেকবর দেওয়ান, হোসেন দেওয়ান (৩৫) লালমিয়া দেওয়ান, আরজান মাহমুদ (৫৫), ওলি মাহমুদ, সজিব মাহমুদ (২২) ধলু মাহমুদ দিপু মাহমুদ (১৮) কাদির মাহমুদ ছাওয়ারী মাহমুদ (১৭) খলিল মাহমুদ মজনু মন্ডল (২৫) দিলু মন্ডল মিরাজ মাহমুদ (১৮) খলিল মাহমুদ।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদউদ্দিন জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এখনো কোন আটক বা গ্রেপ্তার হয়নি। মামলা কিংবা কোন অভিযোগও হয়নি।