৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৫৫
মুন্সিগঞ্জে ফার্মেসিতে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল রোডে অভিযান চালিয়ে দুইটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জ।

গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল রোড এলাকায় অবস্থিত মেসার্স মুন্না ফার্মেসী ও মেসার্স মুগ্ধ ফার্মেসী থেকে এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজস্ট্রেট উম্মে কুলসুম রুবি।

ঔষধ প্রশাসন অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মাহ্বুব হোসেন ‘আমার বিক্রমপুর’ কে জানান, উপরোক্ত ফার্মেসীগুলোতে বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ ছিলো। ঔষধ আইনে তাদের ৫ হাজার করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, লাইসেন্সবিহীন ও ফার্মাসিস্টবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ঔষধ বিক্রয়কারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

error: দুঃখিত!