১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্লাষ্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৪
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে প্লাষ্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এসময় ফ্যাক্টরিতে থাকা ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত পৌনে ৯টার দিকে মুক্তারপুর-পঞ্চবটি সড়কের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে।

অগ্নিদগ্ধরা হলেন- ইকবাল(৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬), অপরজন অজ্ঞাত। তাদের ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনিস্টিউটে প্রেরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আশপাশে কোন আবাসন না থাকায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

error: দুঃখিত!