১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রেমিকার জন্য ব্লেড দিয়ে নিজেকে আঘাতে আঘাতে ছিন্নভিন্ন করলেন যুবক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রেমিকার সঙ্গে অভিমান করে ব্লেড দিয়ে নিজেকে আঘাতে আঘাতে ছিন্নভিন্ন করেছেন যুবক মো. শাকিল (২০) নামে এক উৎপাদন কারখানার শ্রমিক।

গেল রোববার দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় ঘটে এ ঘটনা।

আহত যুবক শাকিলের ভাষ্য অনুযায়ী তার সহকর্মী মনির হোসেন জানান, রোববার রাত একটার দিকে শাকিল বাথরুমে গিয়ে স্মার্টফোন থেকে তার প্রেমিকাকে ভিডিও কল করেন। একপর্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে উত্তেজিত হয়ে ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন শাকিল। পরে বাথরুমের দরজা ভেঙে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন প্রতিষ্ঠানের অন্য কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে প্রতিষ্ঠানের সুপারভাইজার কাজল মিয়া জানান, প্রেমিকার সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে ওই শ্রমিক এ ঘটনা ঘটান। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। পরে সেখান থেকে চিকিৎসা শেষে আহত শাকিলকে পঞ্চগড়ের বোদা উপজেলায় তার নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

error: দুঃখিত!