২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৩:৩৭
মুন্সিগঞ্জে প্রেমিকার জন্য প্রেমিকের আত্মহত্যা!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রেম প্রত্যাহার করায় মোহন মীর (১৯) নামের এক তরুণ বিষপানে আত্মহত্যা করেছে।

গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার দামলা গ্রামে এ ঘটনা ঘটে। মোহন মীর দামলা গ্রামের ফিরোজ মীরের ছেলে।

এদিকে তরুণের আত্মহত্যার ঘটনায় একই উপজেলার কোলাপাড়ায় ওই প্রেমিকা তরুণীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দামলা গ্রামের ফিরোজ মীরের ছেলে মোহন মীরের সাথে একই উপজেলার কোলাপাড়া ইউনিয়নের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমের সম্পর্ক হঠাৎ করে প্রেমিকা তরুণী প্রত্যাখ্যান করলে মোহন বিষ পান করে। এতে তার মৃত্যু হয়। এ ঘটনা মোহনের স্বজন ও বন্ধুবান্ধবরা মেনে নিতে না পেরে ক্ষোভে তারা কোলাপাড়ায় ওই প্রেমিকা তরুণীর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে।

তবে ওই তরুণীর পরিবারের দাবী মোহনের সাথে তার কোনো প্রেমের সম্পর্ক ছিলোনা।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, নিহত মোহন মীরের পরিবারের অভিযোগ একই এলাকার এক তরুনীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে মোহন বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরও জানান. এ ঘটনায় মোহনের স্বজনরা ওই তরুণীর বাড়িঘর ভাংচুর করে। বাড়িঘর ভাংচুরের ঘটনায়ও একটি মামলা হয়েছে।

error: দুঃখিত!