মুন্সিগঞ্জ, ২৫ জুন ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পূর্ব নতুন গাঁও এলাকা থেকে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমিকার সাথে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে পরিবার ও স্থানীয়দের দাবি।
মৃত আরমান (১৮) মানিকপুর পূর্ব নতুন গাও গ্রামের আরসাদ মিয়ার ছেলে।
আজ রোববার (২৫ জুন) সকালে বাড়ির গোয়ালঘর থেকে আরমানের মরদেহ উদ্ধার করে তার পরিবার। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত আরমানের সাথে একই এলাকার মিলি নামের এক মেয়ের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল শনিবার রাত সাতটায় মিলির সাথে আরমানের দেখা হয়। সেসময় তাদের সাথে ঝগড়া হয়।
আরমানের বাবা আরশাদ মিয়া জানান, সকালে গরুর জন্য ঘাস কেটে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার ছেলে কাঁথা দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে। স্ত্রী এবং ছোট ছেলেকে নিয়ে লাশ নামিয়ে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মিলি জানান, আমি আরমানকে ভালোবাসি আমি তাকে মারতে যাবো কেন? রাফসান নামে এক ছেলের সাথে আমার বন্ধুত্ব হলে বিষয়টি মেনে নিতে পারেনি আরমান। এ নিয়ে রাতে আমার সাথে ঝগড়া হয়। সকালে জানতে পারি সে আত্মহত্যা করেছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, আত্মহত্যার খবর পাওয়ার আগেই ঘটনাস্থল থেকে পরিবার লাশ নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।